Menu
ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় গরীব অসহায় মানুষের মাঝে মাহাবুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার দুধনই ঈদগাহ মাঠে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহাবুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহাবুর রহমানের বাবা আব্দুল মান্নান। তিনি বলেন, আমার ছেলেকে আল্লাহ সামর্থ্য দিছে মানুষের পাশে দাড়ানোর জন্য। আগামী দিনে যেন আরও বেশি মানুষের পাশে দাড়াতে পারে সেই দোয়া চাই।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহাবুর রহমান বলেন, আমি প্রতি ঈদেই মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি, মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলে আমার ভালো লাগে। এজন্য আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগেও মানুষের কল্যাণে কাজ করেছি।
ঈদ উপহার পেয়ে খুশি মানুষজন। এসময় উপস্থিত ছিলেন মুন্সিরহাট ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মিরাস উদ্দিন, আনিসুর রহমান সোহাগ, আজহারুল ইসলাম, আনোয়ার হোসেন রাজিব, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হাশেম, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সবুজ, কামরুল হাসান, নাফসিন হক মাসুম, মুসলেম উদ্দিন, নাজমুল হাসান প্রমুখ।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT