Menu
দিনাজপুর: হিলিতে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চাপা পড়ে চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের লোহাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালকের সহকারী জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মাথখুর এলাকার সুরত আলীর মন্ডলের ছেলে রাসেল ইসলাম (৪৫) ও তেলের ব্যবস্থাপক পুরানপুল এলাকার সাব্বির হোসেন(৪০)।
হাকিমপুর থানার তদন্ত ওসি জাহাঙ্গির আলম জানান, আজ রোববার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলবাহী লড়ি পার্বতীপুরে তেল নিতে যাচ্ছিলেন।
পথে হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের লোহাচড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে। এতে গাড়িতে থাকা চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ও ফায়র সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রহমান জানান,সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখানে হিলি বিরামপুর ও ফুলবাড়ীসহ তিনটি ইউনিট এসে খাদের পড়া গাড়িটিসহ মরদেহ দুটিকে উদ্ধার করা হয়।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT