• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

নকল স্বর্ণালঙ্কার সহ জ্বিনের বাদশা চক্রের দুই প্রতারক আটক


পঞ্চগড় প্রতিনিধি মার্চ ২৩, ২০২৫, ০৭:৩৪ পিএম
নকল স্বর্ণালঙ্কার সহ জ্বিনের বাদশা চক্রের দুই প্রতারক আটক

পঞ্চগড়: সদর উপজেলায় জ্বিনের মাধ্যমে গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় জ্বিনের বাদশা চক্রের দুই প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার (২৩ মার্চ) পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আটকৃকতরা হলেন, উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগর মালীপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩২) ও সাতমেড়া ইউনিয়নের নতুনহাট কাক পাড়া এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মোবাইল ফোনে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল চক্রটি। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। 

পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে। সম্প্রতি জ্বিনের মাধ্যমে কাকপাড়া এলাকার মৃত সবির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের কাছে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা দাবী করে ওই দুই প্রতারক। 

পরে দাবিকৃত টাকা নিতে বাড়িতে আসলে ভূয়া স্বর্ণালংকার সহ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই দুই প্রতারককে আটক করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, জ্বিনের মাধ্যমে এর আগেও প্রতারণা করে টাকা নিয়েছিল চক্রটি। শনিবার আবার নকল স্বর্ণালঙ্কার দিয়ে টাকা নিতে গেলে গ্রামবাসীর মিলে তাদের কে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান দুই প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআর

Wordbridge School
Link copied!