Menu
টাঙ্গাইল: টাঙ্গাইলে পরিবেশ ও সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন সেফ লাইফ বাংলাদেশের উদ্যোগে ৬ শতাদিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
রোবিবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় সেফ লাইফ বাংলাদেশের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেফ লাইফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এসময় জেলার প্রায় ৬ শত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার পেয়ে খুশি এসব নিম্ন আয়ের মানুষ।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT