Menu
খুলনা: খুলনার আলোচিত লেডি বাইকার এশাকে গ্রেফতার করেছে পুলিশ। এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতারের পর রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময় মাদক সেবন করাতেন। শনিবার দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চান। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে ওই মেয়েটি আঘাত পান।
মিজানুর রহমান আরও বলেন, শিববাড়ি মোড়ে ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। পরে পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT