Menu
বরগুনা: বরগুনায় অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বরগুনা জেলা ছাত্রলীগের ব্যানারে শেখ মজিবুর রহমানের ছবি সম্মলিত একটি শ্রদ্ধাঞ্জলি পুষ্পমাল্য অর্পণ করা ছবি ও ব্যানার দেখা যায় জাতীয় দিবস পালনে।
সম্প্রতি বরগুনায় এর আগেও অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন কার্যক্রম পালন করে এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে দেখা যায়। গত বছর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থান থেকে বেলুন উড়িয়ে তারা দিবসটি পালন করেছে।
ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গঠিত সরকারকে উৎখাত করার দৃপ্ত শপথ পাঠ করে ভিডিওটি ছড়িয়ে দেয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, অজ্ঞাত স্থান থেকে ব্যানার সম্মিলিত স্বাধীনতা দিবস পালন করার তথ্য আমরা জেনেছি। আমরা এজন্য বরগুনায় সতর্ক অবস্থায় ছিলাম। এনিয়ে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT