• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

বন্ধ ক্যাম্পাসে অবলা প্রাণীদের খাদ্যসংকট মোকাবিলায় এগিয়ে আসলো বাকৃবি ছাত্রদল 


বাকৃবি প্রতিনিধি মার্চ ২৭, ২০২৫, ০৪:২৪ পিএম
বন্ধ ক্যাম্পাসে অবলা প্রাণীদের খাদ্যসংকট মোকাবিলায় এগিয়ে আসলো বাকৃবি ছাত্রদল 

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল ক্যাম্পাসের অসহায় ও ক্ষুধার্ত প্রাণীদের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে বাকৃবি ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর জন্য খাবার বিতরণ করছে।

জানা যায়, সংগঠনটির সদস্যরা প্রাণীদের জন্য ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর বিভিন্ন খাদ্য সরবরাহ করেছে, যা তাদের সুস্থতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি, আহত ও অসুস্থ প্রাণীদের জন্য চিকিৎসা ও ওষুধের ব্যবস্থাও করেছে তারা।

সাধারণত ক্যাম্পাসের প্রাণীগুলো শিক্ষার্থী ও কর্মচারীদের কাছ থেকে খাবার সংগ্রহ করে থাকে। তবে ঈদের ছুটির দীর্ঘ বিরতিতে খাবারের অভাবে তারা কষ্টে পড়ে। এই সংকট মোকাবিলায় বাকৃবি ছাত্রদল প্রাণীগুলোর পাশে দাঁড়িয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলবে। এটা শুধু প্রাণীদের সাহায্যই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটি দৃষ্টান্ত।

বাকৃবি ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে প্রাণীপ্রেমী ও সচেতন শিক্ষার্থীদের মহলে। প্রাণীদের প্রতি এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি আরও সংগঠন ও ব্যক্তিদের এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাকৃবি ছাত্রদল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাফিউল জানান, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও প্রশাসন যদি এই উদ্যোগে সহায়তা করে, তাহলে ক্যাম্পাসে থাকা প্রাণীদের আরও ভালোভাবে দেখভাল করা সম্ভব হবে।

এআর

Wordbridge School
Link copied!