• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সোনালীনিউজে সংবাদ প্রকাশের পর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ


পিরোজপুর প্রতিনিধি  মার্চ ২৭, ২০২৫, ০৭:১৫ পিএম
সোনালীনিউজে সংবাদ প্রকাশের পর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

পিরোজপুর:  ইন্দুরকানীতে স্বাধীনতা ও জাতীয় দিবসে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় উত্তোলন করেনি জাতীয় পতাকা। এবং করেনি কোনো অনুষ্ঠানও। 

এ বিষয়ে 'সোনালী নিউজ' অনলাইন পোর্টালে একটি খবর প্রকাশিত হয়েছে। পরে খবরটি ছড়িয়ে পড়লে হাজী আলকাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী খানমকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রকাশিত নোটিশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে। আপনি ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিদ্যালয়ে পতাকা উত্তলনসহ অন্য কোনো কর্মসূচি পালন করেন নাই। 

এ বিষয় নিয়ে সোনালী নিউজে সংবাদ প্রকাশ হয়েছে। সরকার নির্দেশিত এ কর্মসূচি পালন না করা রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সামিল। 

ইন্দুরকানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হাকিম বলেন, জাতীয় দিবস পালনের জন্য ১৮/০৩/২৫ ও ২৫/০৩/২৫ এ সকল প্রধান শিক্ষকদের বলা হয়েছিল। কিন্তু দিবসটি পালন না করায় হাজী আলকাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থার জন্য সুপারিশ করা হবে না এ জন্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে তার মতামত দাখিল করিতে হবে। 

এআর

Wordbridge School
Link copied!