• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

বরিশালে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা


বরিশাল প্রতিনিধি  মার্চ ২৮, ২০২৫, ০৭:৪৯ পিএম
বরিশালে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল: সাংবাদিকদের ওপর হামলা ও মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ১০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে যান স্থানীয় দৈনিকের ফটোসাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামান। অভিযোগ রয়েছে, তখন ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০-২২ জনের একটি দল তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে। হামলাকারীরা তাদের ক্যামেরা, মোবাইল ফোন ভাঙচুর করে এবং নগদ টাকা লুটে নেয়। এরপর আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন,সাংবাদিকরা কোনো দলের নয়, তারা তাদের দায়িত্ব পালন করেন। সেই কাজে বাধা দেওয়া, মারধর করা এবং তাদের সরঞ্জাম নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন অনুযায়ী দোষীদের বিচার চাই এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছেও এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।

এদিকে, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ দলটির নেতারা আহত দুই সাংবাদিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।

তারা বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি কোনো ছাত্রদল কর্মী এই হামলার সঙ্গে যুক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে গোটা দলকে দায়ী না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল এলাকায় সাংবাদিকদের ওপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ গভীর উদ্বেগজনক। এটি শুধু সাংবাদিকদের ওপর হামলা নয়, বরং আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতির ইঙ্গিত দেয়। পুলিশের সামনেই এমন ঘটনা ঘটেছে, তাই শুধু হামলাকারীদের নয়, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

এআর

Wordbridge School
Link copied!