Menu
সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যাত্রীবাহী নৌকাডুবে শিশু ও নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকায় বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আরও এক শিশুকে গুরুত্বর আহত অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বিউটি চক্রবর্তী (৪৫), কল্পনা সরকার (৪৫), গঙ্গা সরকার (৬), রৌদ্রা সরকার। এছাড়া আহত শিশুর নাম সৌরভ সরকার (১০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে একটি ট্রলার ৫০ জন যাত্রী নিয়ে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মগলাকান্দি গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে ট্রলারটি জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকায় এসে ডুবে যায়। এতে নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে নদীর পাড়ে উঠেন। কিন্তু তিন শিশুসহ পাঁচ যাত্রী নিখোঁজ হন। পরে স্থানীয়রা নদী নেমে দুইজন নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
এরমধ্যে একজন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি, নৌকাডুবে চারজন মারা গেছেন। আরও একজনকে আহত অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT