• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

ঈদের দিনেও উপকূলে দুর্ভোগ: আশাশুনির বিছট গ্রামে ভয়াবহ বেড়িবাঁধ ভাঙন


সাতক্ষীরা প্রতিনিধি মার্চ ৩১, ২০২৫, ০৯:৪৮ পিএম
ঈদের দিনেও উপকূলে দুর্ভোগ: আশাশুনির বিছট গ্রামে ভয়াবহ বেড়িবাঁধ ভাঙন

সাতক্ষীরা: আশাশুনি উপজেলার বিছট গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভয়াবহ ভাঙনের শিকার হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজের সময় খোলপেটুয়া নদীতে প্রায় দেড়শ ফুট বাঁধ বিলিন হয়ে যায়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, ভাঙনের খবর মসজিদের মাইক থেকে প্রচার করা হলে গ্রামবাসীরা দ্রুত সেখানে জড়ো হয়ে স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ নির্মাণের চেষ্টা চালায়। তবে দ্রুত ব্যবস্থা না নিলে দুপুরের জোয়ারে আশপাশের ৭-৮টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানান। সাতক্ষীরা পাউবো বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, তাদের পক্ষ থেকে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এলাকাবাসী দ্রুত বেড়িবাঁধ মেরামতের দাবি জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পুরো এলাকা প্লাবিত হতে পারে।

এআর

Wordbridge School
Link copied!