• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

হিলিতে এসএসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন


হিলি প্রতিনিধি  এপ্রিল ১, ২০২৫, ০৯:১১ পিএম
হিলিতে এসএসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন

দিনাজপুর: হাকিমপুর হিলিতে প্রত্যন্ত অঞ্চলে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশন। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল পাঁচটায় কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কাঁকড়াপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমে এই আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আজিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, অত্র গ্রামের কৃতি সন্তানরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তাক আহমেদ মিটু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মনিরুজ্জামান উজ্জ্বল, মুফতি সেকেন্দার আলী, মাদ্রাসা শিক্ষক আজিবর রহমান, প্রাইভেট শিক্ষক এমদাদুল হক, একরামুল মন্ডল সহ আরও অনেকে। 

আলোচনা সভায় বক্তারা উপস্থিত পরীক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে পরীক্ষার পূর্বে তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দেন বক্তারা। 

পরে উপস্থিত পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে জ্যামিতি বক্স, স্কেল, কলম, কোর্ট ফাইল তুলে দেন অতিথিবৃন্দ। 

সবশেষে পরীক্ষার্থীসহ সবার উদ্দেশ্য বিশেষ দোয়া করেন মুফতি সেকেন্দার আলী। 

এআর

Wordbridge School
Link copied!