• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

দেবীগঞ্জে এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 


দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি  এপ্রিল ১, ২০২৫, ০৯:৩৯ পিএম
দেবীগঞ্জে এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

পঞ্চগড়: দেবীগঞ্জে এসএসসি ব্যাচ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন পাবলিক মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক ও বাফুফের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।

আয়োজক কমিটির সভাপতি হাফিজুল্লাহ বাবুর সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ইসলাম, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপি প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য সচিব শাহীনূর রহমান গুড্ডু জানান, এই টুর্নামেন্টে ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের ২৬ টি দলের ক্রিকেটাররা অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে ২০২১ বনাম ২০২২ ব্যাচ অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এসএসসি ব্যাচের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। 

তিনি আরো বলেন, এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করে এবং ক্রীড়া ও সৌহার্দ্যের মাধ্যমে ঈদ আনন্দকে বাড়িয়ে তোলে।

এআর

Wordbridge School
Link copied!