Menu
নীলফামারী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী জেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নীলফামারী মডেল মসজিদ হলরুমে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারী মাজেদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড.খায়রুল আনাম, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ্,ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার সম্পাদক হাফেজ সাহাবুদ্দীন সরকার, সাবেক জেলা সভাপতি মিজানুর রহমান, এ্যাডভোকেট তৌহিদুর রহমান,হাফিজুর রহমান,আহমাদ রায়হান, জাকির হোসেন রঞ্জু প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী অধ্যক্ষ ওবায়দুল্লাহ্ সালাফী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT