Menu
চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন মেয়েশিশু। এক শিশুর বয়স ১২ বছর। অপর শিশুটির বয়স ৭ বছর। এই দুর্ঘটনায় গুরুতর আহত আছেন তিনজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। তখন চালক ‘হার্ড ব্রেক’ করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তেই কক্সবাজারগামী দ্রুতগতির আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সাতজন। হাসপাতালে মারা যান তিনজন। এই তিনজনের মধ্যে একজন মারা যান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্য দুজন মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন। আহত হন নয়জন। অন্যদিকে গতকাল ভোররাত ৪টার দিকে পর্যটকবাহী দুটি মাইক্রোবাস উল্টে ৯ আরোহী আহত হন।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT