• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০
অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই


ঝিনাইদহ প্রতিনিধি এপ্রিল ২, ২০২৫, ০৬:৪৬ পিএম
ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই

ঝিনাইদহ : দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিবাদী খুনীদের বিচার করবই, দিল্লিতে বসে কোনও ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নড়াইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ নেতা গ্রেপ্তারনড়াইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ নেতা গ্রেপ্তার
তিনি বলেন, জুলাই বিপ্লবে যেসব শহিদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

এমটিআই

Wordbridge School
Link copied!