• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

জেলের জালে মাছের বদলে নারীর মরদেহ


চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ৫, ২০২৫, ০২:১০ পিএম
জেলের জালে মাছের বদলে নারীর মরদেহ

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় জেলের জালে আটকে থাকা এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার সরফভাটায় কর্ণফুলী নদীতে জেলেরা তাদের জালে মরদেহটি আটকে থাকতে দেখে উদ্ধার করে।

ওই নারীর নাম সামাপ্রু মারমা (৬৫)। তিনি বেতবুনিয়া উপজেলার ৯৬ নম্বর কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

উদ্ধারকারীরা জানান, মরদেহটি উদ্ধার করে সিএনজি অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় অবহিত করা হলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। মরদেহের সাথে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।  

কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  

আইএ

Wordbridge School
Link copied!