Menu
ঢাকা: লাঙলবন্দ, সোনারগাঁ, নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। এই স্নান সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বর্পূণ আচার, যেখানে তীর্থ যাত্রিরা পবিত্র জলাশয়ে স্নান করে আত্ম শুদ্ধি ও পাপ মুক্তির প্রার্থনা করেন।
অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ছড়িয়ে দিতে কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নির্দেশে তীব্র গরমের মধ্যে তীর্থ যাত্রিদেরকে শরবত রুহ আফজা আপ্যায়ন করিয়েছে হামদর্দ ল্যাবরেটেরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
আপ্যায়িত হয়ে উচ্ছাস প্রকাশ করেন তীর্থ যাত্রিরা। এ সময় তারা হামদর্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT