• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

নলছিটিতে গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ


ঝালকাঠি প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৫, ০৬:৩১ পিএম
নলছিটিতে গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে একটি বাগানের রেন্ট্রি গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৬ এপ্রিল) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানে রেন্ট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেন্ট্রি গাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’

এসআই বেলায়েত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ আরও জানায়, রুবি বেগম ও আসাদ হোসেন খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে তারা নিজ গ্রাম রায়াপুরে এসেছিলেন।
 
ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনার সবদিক বিবেচনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আইএ

Wordbridge School
Link copied!