• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

পার্কে ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী


দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি  এপ্রিল ৬, ২০২৫, ০৯:১৪ পিএম
পার্কে ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে পার্কে ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আসমা আক্তার (ছদ্ম নাম) নামে ১৪ বছর বয়সী এক কিশোরী। এঘটনায় মোঃ মিজান (১৪) নামে অভিযুক্ত এক কিশোরকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে আট টায় দেবীগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত ডিসি পার্ক সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি গলিতে এই ঘটনাটি ঘটে। এঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী কিশোরীর পক্ষে তার বাড়ির গৃহকর্তার ছেলে মিরাজ মোর্শেদ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মিজানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় মিজানকে গ্ৰেপ্তার করে পুলিশ।

গ্ৰেপ্তার মোঃ মিজান পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার নয়নীবাগ ডোকরা কাঠালতলী এলাকার মোঃ খোকন আলীর ছেলে। তিনি দেবীগঞ্জ ডিসি পার্কের একটি কসমেটিকসের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা আক্তার (ছদ্ম নাম) পাশ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডীপুর গ্ৰামের মৃত জোবায়দুল ইসলামের মেয়ে। তিনি দীর্ঘ দিন যাবৎ দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতু সংলগ্ন মধ্য পাড়ায় মিরাজ মোর্শেদের বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন। শনিবার রাত ৮ টার দিকে ঐ কিশোরী ডিসি পার্কের একটি কসমেটিকস দোকানে ব্যাগ কিনতে যায়। ব্যাগ পছন্দ হলেও পর্যাপ্ত টাকা না থাকায় দোকানের কর্মচারী মিজান তাকে অল্প দামে ব্যাগ দেয়ার আশ্বাস দেন। কিশোরীর সাথে কথা বলার এক পর্যায়ে অভিযুক্ত মিজান কিশোরী আসমা আক্তারকে(ছদ্ম নাম) ডিসি পার্ক সংলগ্ন পাশ্ববর্তী রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের গলিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং আভিযুক্ত মিজানকে পুলিশের হাতে সোপর্দ করে। 

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্তকে কিশোরকে গ্ৰেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী সেই কিশোরীকে পরীক্ষা- নিরীক্ষা জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!