Menu
যশোর: গাজায় ইসরায়েলের অগ্রাসনের প্রতিবাদে যশোরের চৌগাছা উপজেলায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে। বিশ্বব্যাপী ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সমর্থনে এই হরতাল পালন করেন চৌগাছাবাসী।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই ঘণ্টার হরতালে চৌগাছা বাজারের সব প্রতিষ্ঠান বন্ধ ছিল।
এদিন সাপ্তাহিক হাটবার হওয়া সত্ত্বেও দোকানি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বন্ধ করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসেন। শুধু খাবারের হোটেল ও ওষুধের দোকান খোলা ছিল।
সকাল ১০টায় কোটচাঁদপুর বাসস্ট্যান্ড চত্বর থেকে সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানান বক্তারা। এই আহ্বানে সাড়া দেন চৌগাছা বাজারের ব্যবসায়ীসহ সব পর্যায়ের মানুষ। তারা দুপুর ১টার আগেই নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসেন। বিকেল ৩টায় হরতাল শেষ হলে কার্যক্রম স্বাভাবিক হয়।
এছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সকাল থেকেই বন্ধ ছিল।
ব্যবসায়ীরা বলেছেন, ফিলিস্তিনিরা আমাদের ভাই। মুসলিম ভাইদের সমর্থনে হরতাল পালনের আহ্বান জানানোর পর আমরা নিজেদের উদ্যোগে দোকান বন্ধ রেখেছি।
চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফসিউজ্জামান লোটন বলেন, আমাদের ভাইদের ওপর ইসরায়েলিদের বর্বর আক্রমণের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদ হচ্ছে তার অংশীদার হলাম আমরা।
এদিকে সর্বস্তরের ছাত্রজনতার মিছিলের আগে খেলাফত মজলিশের পক্ষ থেকে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল হয়।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT