• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

নদীতে গোসলে নেমে হাফেজ ছাত্র নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৪৮ পিএম
নদীতে গোসলে নেমে হাফেজ ছাত্র নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদরাসার হাফেজ ছাত্রের মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিখোঁজ মাদরাসা ছাত্র হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিম (১৩) নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজারের বাসীন্দা জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে। তিনি গত ৪ মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসা থেকে হাফেজি পাস করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ৪ বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদীর তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পাড় হয়। পরে ফেরার সময় মাঝনদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সাজিম। এসময় বাকীদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করলেও তাকে খুঁজে না পেয়ে পরদিন সোমবার তার লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলানো হয়। নিখোঁজ মাদরাসা ছাত্রকে না পাওয়ায় সোমবার পুনরায় উদ্ধার কাজ চলাকালে ঘটনাস্থলের আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে থাকলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আইএ

Wordbridge School
Link copied!