Menu
ছবি : প্রতিনিধি
সাভার: ফেসবুক পোষ্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দায়েরকৃত মামলায় মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এরআগে, সোমবার দিবাগত রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল গ্রেফতারকৃত আসামি ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি ফেসবুক পোষ্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যা দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ফলশ্রুতিতে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT