Menu
ছবি : প্রতিনিধি
কুমিল্লা: কুমিল্লার লালমাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর এবং শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা।
সোমবার (৭ এপ্রিল) উপজেলার পাইকপাড়া ও হাতিলোটা গ্রামে গিয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী লুবাবা, মিতু আক্তার, নাহিদ হোসেন ও তাছলিমা আক্তারে বাড়িতে উপস্থিত হয়ে শিক্ষা উপকরণ তুলে দেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাই। এসএসসি পরীক্ষার্থীদের খোঁজখবর নেওয়াতে সামনে পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা কালবেলাকে বলেন, পরীক্ষার্থীদের অনেকের বোর্ড পরীক্ষার ভীতি থাকে। এতে করে অনেকে বিদ্যালয়ে ভালো ফলাফল করলেও বোর্ড পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে না।
তিনি আরও বলেন, তাই পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে এবং সর্বোপরি আমাদের লালমাই উপজেলায় শতভাগ পাসসহ ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাইয়ের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT