Menu
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ছত্রদল নেতা রেজবী আহমেদের নেতৃত্বে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT