• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


পাবনা প্রতিনিধি এপ্রিল ১০, ২০২৫, ০১:৪৮ পিএম
পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফাইল ছবি

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন হল থেকে গলায় রশিসহ অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাবিপ্রবির নির্মাণাধীন হলের ১০ম তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে মৃত্যু সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও লাশটি মেঝেতেই পড়েছিল।

পুলিশ সুপার আরো জানান, মৃত ব্যক্তির গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর লাশের ওয়েট বৃদ্ধি পেয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। এখনও লাশের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সাথে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে, পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে পাবিপ্রবির উপ-পাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, "আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ লাশ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।"

এসআই

Wordbridge School
Link copied!