Menu
সোনারগাঁ : সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শন করেছে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইয়াংওয়ান কর্পোরেশন (কেইপিজেড) চেয়ারম্যান কিহাক সাং 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫'-এ অংশগ্রহণ করতে এসে সোনারগাঁ পরিদর্শন করেন।
বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে এ প্রতিনিধি দলটিকে সোনারগাঁ জাদুঘরের বড় স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. মফিদুর রহমান ও ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। অতিথিদের ফুলেল অভ্যর্থনা জানানোর পর রেস্টোরেশনকৃত বড় সরদার বাড়ি পরিদর্শন করেন তারা। কোরিয়ান প্রতিনিধিদলটি পানাম নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখেন এবং পানাম নগরী সংরক্ষণের আশ্বাস দেন।
কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে আরও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT