• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

২ যুগ পর ফিরে এলেন প্রবাসী স্ত্রী, হতবাক স্বামী 


বরগুনা প্রতিনিধি  এপ্রিল ১০, ২০২৫, ১০:৪২ পিএম
২ যুগ পর ফিরে এলেন প্রবাসী স্ত্রী, হতবাক স্বামী 

ঢাকা: প্রেম মানে না বয়স, ধর্ম, গোত্র কিংবা দূরত্ব। শত বাঁধা পেরিয়ে, সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে মনের মানুষের কাছে ছুটে আসে প্রেম। এমনই এক আশ্চর্য ঘটনা ঘটেছে বরগুনায়। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রায় ২৪ বছর পর স্বামী মাহবুবুল আলম মান্নুর কাছে ফিরে এসেছেন ডেনমার্কে বিয়ে করা স্ত্রী রুমানা মারিয়া।

জানা যায়, বরগুনার সদর উপজেলার পাজরাভাঙ্গা এলাকার বাসিন্দা মাহবুবুল আলম মান্নু জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ডেনমার্কে। সেখানকার এক নারীর সঙ্গে প্রেম হয় তার। এরপর বিয়ে। একটি সন্তানও রয়েছে তাদের। 

গল্পটা বেশ দুই যুগেরও বেশি সময়ের পুরোনো। ১৯৯৭ সালে বিয়ের পর স্ত্রীকে নিয়ে দেশে এসে সংসার বাঁধলে শুরু হয় বিপত্তি। তিন বছরের সংসার ও মান্নুকে রেখে ২০০০ সালে স্ত্রী রুমানা মারিয়া চলে যান তার মাতৃভূমি ডেনমার্কে। এরপর দীর্ঘ ২৪টি বছর কেটে যায় তাদের। 

রাগ অভিমান ভেঙে ২৪ বছর পর ডেনমার্ক থেকে বাংলাদেশে আসেন ওই নারী রুমানা মারিয়া। বিমানবন্দর থেকে স্বামী মান্নু তাকে নিয়ে বরগুনায় তার নিজস্ব বাসায় ফেরেন। এত বছর পর স্বামী-স্ত্রীর মিলনে দুজনই খুশিতে আত্মহারা।

পরিবারের সদস্যরা জানান, মান্নুকে বিয়ে করাতে ২৪ বছরে বহুবার চেষ্টা করেছেন তারা। কিন্তু তার স্ত্রীর প্রতি ভালোবাসায় সেটা সম্ভব হয়নি। ২৪ বছর পর স্বামী স্ত্রীর এমন মিলনে খুশি প্রতিবেশিরা। স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসা উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তারা।

এআর

Wordbridge School
Link copied!