Menu
ঢাকা: ফরিদপুর এবং ময়মনসিংহে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সদরপুরে দুই শিশু এবং বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, সদরপুরে পানিতে ডুবে তাফসান (৬) ও লামিম (১৪) নামে আপন চাচাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।
তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চর চাদপুর সাদের খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে তাদের চাচাতো ভাই আলামিন (২০) জানায়, দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে তাফসান পানিতে ডুবে যায় বলে ধারনা করা হচ্ছে। ভাইকে ডুবে যেতে দেখে বোন লামিম তাকে উদ্ধারে পানিত নামলে দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে বিকেল চারটার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক ডা. গোফরানুল হক সিজান তাদেরকে মৃত ঘোষণা করেন। তারা উভয়ে সাতার জানতো না বলে জানায় আলামিন।
সদরপুর থানার চর বিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মো. মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেজ।দুই ভাই বোনের এ মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোক বইছে।
অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় মাছের খামারের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. তাওহীদ (৬) ও মো. সামিউল হকের মেয়ে আফছা মণি (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ফিসারির অল্প পানিতে নেমে তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সী সাওদা আক্তার গোসল করছিল। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা মণি বেশি পানিতে গিয়ে ডুবে যায়। এসময় সাওদার চিৎকার পরিবারের লোকজন এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT