• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৪৫ পিএম
আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফনদীর ট্রানজিট ঘাট দিয়ে এদের ফেরত আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

৫৫ জন জেলে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করার পর অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন যাবৎ আরাকান আর্মি কর্তৃক অন্তরীণ রাখা হয়েছিল। ধারণা করা হয় এই সকল জেলেরা নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন অথবা প্রত্যাবর্তনকালে, ভুলবশতঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করার কারণে মিয়ানমারের জলসীমা থেকে নৌকাসহ আটক করে জেলেদেরকে আরাকান আর্মির হেফাজতে রাখা হয়েছিল।

আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজকে সকালে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আইএ

Wordbridge School
Link copied!