• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাঁঠালিয়ায় ‘কৃষক মাঠ’ দিবস অনুষ্ঠিত


ঝালকাঠি প্রতিনিধি  এপ্রিল ১৯, ২০২৫, ০৭:০২ পিএম
কাঁঠালিয়ায় ‘কৃষক মাঠ’ দিবস অনুষ্ঠিত

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস এ দিবসের আয়োজন করেন।

শনিবার (১৯ এপ্রিল) আমুয়া ইউনিয়নের বাশঁবুনিয়ার পার্টনার প্রকল্পের মুগডাল শষ্য প্রদর্শনী মাঠে এ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওসার উদ্দীন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন ও উপ প্রকল্প পরিচালক ড. মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে অতিথিরা পার্টনার প্রকল্পের আওতায় বারি মুগ -৬ ও ৮ প্রকল্পের শষ্য ক্ষেত পরিদর্শন করেন।

এআর

Wordbridge School
Link copied!