• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেঘনা নদীতে যৌথ অভিযানে ১১ জেলে আটক 


বরিশাল প্রতিনিধি  এপ্রিল ১৯, ২০২৫, ০৭:১৫ পিএম
মেঘনা নদীতে যৌথ অভিযানে ১১ জেলে আটক 

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে গলদা রেনু পোনা আহরণে জড়িত ১১ জনকে আটক করেছে প্রশাসন।

সোমবার ( ১৪ এপ্রিল) রাত ১১টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেয় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও হিজলা থানা পুলিশ। এ সময় নদী থেকে প্রায় ৫০ হাজার গলদা রেনু পোনা (পিএল) উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ১২টি চরঘেরা জাল, ৭০০টি বাঁশের খুঁটি, ১ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।

গলদা রেনু ধরার কাজে ব্যবহৃত ৮২টি অবৈধ জাল, ১১টি বড় অ্যালুমিনিয়ামের পাতিল, বিভিন্ন ধরনের প্লাস্টিক ড্রাম, গামলা ও বালতি জব্দ করা হয়েছে। জব্দ করা জাল ও অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়।

১৪ এপ্রিল রাতে হিজলা থানা পুলিশের এসআই মাহতাবের নেতৃত্বে পুলিশের একটি দল এবং ১৫ এপ্রিল কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান সালামির নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে। 

অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।

আটককৃত ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!