• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছয় লেন সড়ক ও আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে বরিশালে জনতার আন্দোলন


বরিশাল প্রতিনিধি  এপ্রিল ১৯, ২০২৫, ০৮:২৮ পিএম
ছয় লেন সড়ক ও আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে বরিশালে জনতার আন্দোলন

বরিশাল: দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নেমেছে বরিশালের মানুষ। ছয় লেনের নিরাপদ মহাসড়ক এবং একটি আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতালের দাবিতে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হয় গণসচেতনতা কর্মসূচি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের মানুষ এই ব্যানারে একত্রিত হয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচির মূল উদ্দেশ্য জনমত গঠন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ।

বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটি সরু হওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। যানজটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও চালকরা।

বরিশাল -ঢাকায় মহাসড়কে বাসচালক আলঙ্গীর হোসেন  জানান, এই রাস্তায় গেলে মনে হয় বাঁচবো না। জায়গা নেই, সাইড নেই, বড় গাড়ি এলে ছোট গাড়িগুলো পড়ে যায়।

এদিকে, বরিশালের চিকিৎসা ব্যবস্থার অবস্থা আরও করুণ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা ১ হাজার হলেও প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসে ৩ হাজারের বেশি রোগী। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আইসিইউ সুবিধার অভাব প্রকট।

চীন সরকার বাংলাদেশে তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ দেখালেও প্রস্তাবিত তালিকায় বরিশালের নাম নেই। এই সিদ্ধান্তে বরিশালবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন বলেন, আমরা জমি দিতে প্রস্তুত। কিন্তু চাই বরিশালেই এই হাসপাতাল হোক, যেন মানুষকে আর ঢাকায় ছুটতে না হয়।

এই দাবিতে দল-মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে বরিশালের মানুষ। চেম্বার সদস্য মাহফুজ খান বলেন, উন্নয়ন ঢাকা-চট্টগ্রামে হয়, বরিশালে কেন নয়।

বরিশাল নগরীর হাটখোলা, নথুল্লাবাদ, রূপাতলীসহ বিভিন্ন এলাকায় চলছে লিফলেট বিতরণ ও গণসংযোগ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে প্রতিবাদ। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায়ে ধাপে ধাপে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।

এআর

Wordbridge School
Link copied!