• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ


পাবনা প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৬:২৮ পিএম
ঈশ্বরদীতে গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ

পাবনা: ঈশ্বরদী সরকারি কলেজে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে আঁকা দেয়ালচিত্র গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আকাঁ গ্রাফিতি মুছে ফেলে এবং সেখানে দলীয় স্লোগান লেখা হয়।

আজ সোমবার সকালে কলেজ এলাকায় দেয়াল লিখন মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ দিকে দেশের বিভিন্ন স্থানে ছাত্র হত্যার প্রতিবাদে এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ও ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ, র্যাব, ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ ঘটনায় ছাত্রদলের শিক্ষার্থীরা জানান' সম্প্রতি ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণের দেয়ালে আঁকা “জুলাই গণঅভ্যুত্থান” সম্পর্কিত গ্রাফিতি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমাদের উদ্দেশ্য কখনোই ইতিহাস মুছে ফেলা কিংবা কোনো আন্দোলন বা চেতনার অপমান করা ছিল না। কলেজ প্রাঙ্গণে আমরা যে চিত্রগুলো সংশোধন করেছি, তার মধ্যে আমরা তিনজন সংগ্রামী মানুষকে সম্মানের জায়গা থেকে উল্লেখ করেছি, যারা ৯০-এর গণআন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন।

এআর

Wordbridge School
Link copied!