• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, উদ্ধার ৭ নাবিক


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ২৪, ২০২৫, ০২:১১ পিএম
সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, উদ্ধার ৭ নাবিক

চট্টগ্রাম: সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা ৭ নাবিককে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়ায় বাল্কহেডটি উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় বাল্কহেডের স্টাফরা প্রায় ৪৫ মিনিটের মত সমুদ্রে ভেসে ছিল। তাদের প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেট ছিল এবং একটি ভাসমান বাঁশ ধরে ভাসছিলেন। ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কুমিরা-গুপ্তছড়া রুটের একটি যাত্রীবাহী বোট।  

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর সাংবাদিকদের জানান, বাল্কহেডটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে ভোলা যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় সেটি ডুবে যায়। ওই নৌযানে থাকা ৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।  

আইএ

Wordbridge School
Link copied!