• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাবের হাতে জেএমবি সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার


বরিশাল ব্যুরো আগস্ট ৩১, ২০১৮, ০৭:৫৫ পিএম
র‌্যাবের হাতে জেএমবি সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ছবি: সোনালীনিউজ

বরিশাল : বরিশালে নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সদস্য মিরাজ ওরফে খালিদ সাইফুল্লাহ ওরফে সাইফুল (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে নগরীর দরগা বাড়ি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ১৫টি ইলেকট্রিক সার্কিট ও বিপুল পরিমাণ জিহাদী বই এবং অন্যান্য সামগ্রী।

গ্রেপ্তারকৃত মিরাজ বরগুনা সদর উপজেলার মনশাতলী গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। ২০১২ সালে জেএমবি’র প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন রাহমানির সঙ্গে গোপন বৈঠক করার সময়ও গ্রেপ্তার হয়েছিলেন মিরাজ। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ফের জেএমবি’র কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন তিনি। মিরাজ সার্কিট বানাতে পারদর্শী।

র‌্যাব-৮ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মিরাজ ২০০৬ সালে বরগুনা জেলার রফাচণ্ডী মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর বরগুনা শহরের ‘বরগুনা টেলিকম’ নামক একটি দোকানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির কাজ শিখতে শুরু করেন। এ সময় জসীমউদ্দিন রহমানীর ওয়াজ শুনে জিহাদে উদ্বুদ্ধ হন মিরাজ। একই সময়ে সমমনা আরো কয়েকজনের সঙ্গে পরিচিত হলে মিরাজ জেএবমির সঙ্গে সম্পৃক্ত হন।

র‌্যাব জানিয়েছে, জেএমবি সদস্য নাজমুল ওরফে উকিলের কাছে মিরাজ প্রশিক্ষণ গ্রহণ করেন। সংগঠনের ওপর মহলের নির্দেশ অনুাযায়ী কার্যক্রম চালাতেন তিনি। জেএমবি অপরাপর সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক মোবাইল সিম ব্যবহার করতেন মিরাজ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!