• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

শিশু মিমকে ধর্ষণ ও হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড


আদলত প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২০, ০১:৫৩ পিএম
শিশু মিমকে ধর্ষণ ও হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

ফাইল ফটো

চট্টগ্রাম: দুই বছর আগে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে সাত জন কারাগারে আছেন। একজন পলাতক। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. বেলাল হোসেন ওরফে বিজয়, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন, মো. আকসান মিয়া প্রকাশ হাসান, মো. সুজন, মনিরুল ইসলাম মনু। বাকি দুই আসামির নাম এখনও জানা যায়নি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর পিপি এম এ নাসের চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০১৮ সালের ২১ জানুয়ারি মিমকে হত‌্যা করা হয়। ওই দিন আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজা কাশেম কলোনির বাসিন্দা মো. জামালের মেয়ে মিম। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!