• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

৫৬ ব্যাংকের কাছে ডিএজি রুপার তথ্য চেয়েছে দুদক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২০, ০২:৪৩ পিএম
৫৬ ব্যাংকের কাছে ডিএজি রুপার তথ্য চেয়েছে দুদক

ফাইল ফটৈা

ঢাকা: দেশের সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংকের কাছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার ব্যাংক হিসাব চেয়ে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এসব চিঠি পাঠান। 

জানা যায়, চিঠিতে ডিএজি রুপার চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআর, ডেবিট কার্ডসহ বিভিন্ন তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। ব্যাংক হিসাব ছাড়াও তার অস্থাবর সম্পদের তথ্য জানতে আয়কর নথিও তলব করা হয়েছে। 

এছাড়া, গাড়ির তথ্য জানতে বিআরটিএতে এবং সঞ্চয়পত্রের তথ্য জানতে সঞ্চয় অধিদপ্তরেও চিঠি দিয়েছে দুদক।

অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গত ২৮ অক্টোবর দুদকের চিঠিতে ডিএজি রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। শেষ পর্যন্ত হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে তাকে ২৭ জানুয়ারির মধ্যে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়।

এর আগে, দুদকে তলব করা চিঠিতে রূপার বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে ঠিকাদার জিকে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন করে দেয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথাও বলা হয়েছে চিঠিতে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!