• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ


আদলত প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২১, ১২:৫৬ পিএম
খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

ফাইল ফটো

ঢাকা: নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এজন্য খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময় আবেদন করেন।

একই সাথে খালেদা জিয়াকে নাইকো মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা আবেদন দাখিল করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৮ ফেব্রুয়ারি চার্জ শুনানির তারিখ ধার্য করেন। ওইদিন সব আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত।

খালেদা জিয়ার আরেক আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!