• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সোমবার জামিন চাইবেন পরীমণি


আদালত প্রতিবেদক আগস্ট ১৫, ২০২১, ১০:১৫ পিএম
সোমবার জামিন চাইবেন পরীমণি

ঢাকা : চিত্রনায়িকা পরীমণির জামিনের আবেদন করা হবে সোমবার। রোববার (১৫ আগস্ট) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা বনানী থানার মামলায় সোমবার (১৬ আগস্ট) জামিনের আবেদন করব। তার জামিনের আবেদন বিষয়ে শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে আশা করছি।

র‍্যাবের করা বনানী থানার মাদক মামলায় পরীমনিকে শুক্রবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এ দিন ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল দুপুরে পরীমনির জামিন আবেদনের ওপর শুনানি শুরু করেন।

আসামিপক্ষে আইনজীবী মজিবুর রহমান ও নিলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন। দীর্ঘ ৩৬ মিনিটের শুনানি শেষে বিচারক পরীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী পরীমনির জন্য কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ডিভিশনের বিষয়টি কারাবিধি মোতাবেক কারা কর্তৃপক্ষকে বিবেচনার জন্য আদেশ দেন।

আগামী ১৫ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন্য ধার্য তারিখও রেখেছে আদালত।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!