• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

এবার খুলনা-চট্টগ্রামে মুরাদের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০২১, ০৩:১৬ পিএম
এবার খুলনা-চট্টগ্রামে মুরাদের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

ঢাকা : ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে খুলনা এবং চট্টগ্রামে মামলার আবেদন করা হয়েছে। 

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দীয় আহবায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকে এম তোফায়েল হাসানের আদালত মামলার আবেদন করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার।

মামলার বাদী এ তথ‌্য নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০, ৩১ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

সোনালীনিজ/এমএইচ

Wordbridge School
Link copied!