• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রাষ্ট্রধর্ম ইসলাম : রিট খারিজের আপিল শুনানি বৃহস্পতিবার


নিজস্ব প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৩:৪৫ পিএম
রাষ্ট্রধর্ম ইসলাম : রিট খারিজের আপিল শুনানি বৃহস্পতিবার

ফাইল ছবি

ঢাকা : আগামী বৃহস্পতিবার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন শুনানি ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (২০ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিকে এ বিষয়ে আজ শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, এটি রাষ্ট্র ধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই (আপিল বিভাগের সব বিচারপতি) মিলে শুনতেন। তখন আদালত বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে আপিল বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।

আদালতে এদিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এন গোস্বামী। মামলায় পক্ষভুক্ত আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। এরপর ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রিটটি খারিজ করে রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন আইনজীবী সমরেন্দ্রনাথ গোস্বামী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!