• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে গ্রামীণফোন-রবি-বাংলালিংককে


আদালত প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২৩, ১২:১৭ পিএম
২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে গ্রামীণফোন-রবি-বাংলালিংককে

ঢাকা : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ২ হাজার ৫শ’ কোটি টাকা পরিশোধ করতেই হবে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রায়ে গ্রামীণফোনের ১৪শ’ কোটি, রবির ৫শ’ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়।

আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!