• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার আদালতে : আইনমন্ত্রী


আদালত প্রতিবেদক জুন ১৮, ২০২৩, ০১:৩৮ পিএম
সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার আদালতে : আইনমন্ত্রী

ঢাকা : সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার আদালতে হবে বলে জানিয়েছেন জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।

রোববার (১৮ জুন) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিক এ কথা বলেন।

তিনি বলেন, সমাজের প্রতিটি অপরাধই গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু ঘটনার গুরুত্ব অনেক বেশি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্তের মাধ্যমে অল্প সময়ে দ্রুত বিচার আদালতে বিচার কাজ সম্পন্ন হবে।

দুই যুগে সাংবাদিক হত্যার আলোচিত বেশ কিছু মামলা এখনও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, যেসব মামলা এখনও নিষ্পত্তি হয়নি সেগুলো নিষ্পত্তির বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!