• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২৮ আগস্ট পর্যন্ত সম্রাটের জামিন বহাল


আদালত প্রতিবেদক জুলাই ৬, ২০২৩, ০৪:৪২ পিএম
২৮ আগস্ট পর্যন্ত সম্রাটের জামিন বহাল

ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন ২৮ আগস্ট পর্যন্ত বহাল রেখেছেন আদালত। ওই দিন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিরও তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুলাই) ঢাকার বিশেষ আদালত-৬ সম্রাটের জামিন বহাল রাখেন। সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। ইসমাইল চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। পাশাপাশি স্থায়ী জামিনের আবেদনও করেন তিনি। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল আলম ২৮ আগস্ট পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

সম্রাটকে দুই মাসের জন্য পাসপোর্ট নিজ জিম্মায় দেওয়ার জন্য গত ১ জুন আদেশ দেন আদালত। ওই দিন চিকিৎসা করাতে আদালত একমাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন। সেই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগ নেতা সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ৩১ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন সম্রাট।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!