• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
তারেক-জোবাইদার মামলার রায়

বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধাক্কাধাক্কি, উত্তপ্ত আদালত


আদালত প্রতিবেদক আগস্ট ২, ২০২৩, ০৪:০০ পিএম
বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধাক্কাধাক্কি, উত্তপ্ত আদালত

আদালত প্রাঙ্গণে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি: সংগৃহীত

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এই মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পাল্টাপাল্টি অবস্থান নেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে স্লোগান নিতে দেখা যায়। পরে দুপুর সোয়া ২টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

দুপুর পৌনে ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে দুপুর পৌনে ৩টা পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা করা হবে বুধবার। এদিন দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

গত ২৭ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২ আগস্ট এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। ওই দিন দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!