• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা


আদালত প্রতিবেদক আগস্ট ৭, ২০২৩, ০১:১২ পিএম
রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা

ঢাকা :  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার (০৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের আদেশ দিয়েছেন।

এর আগে, গতকাল (রবিবার) রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বের হয়ে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত ও অর্ধ-পাগল বলে গালি দিয়েছেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে, এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি আদালতে মামলা করব।

সেই সূত্র ধরেই আজ মামলাটি করলেন হিরো আলম।

এমটিআই

 

Wordbridge School
Link copied!