• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাদক দিয়ে পথচারীকে ফাঁসানোর মামলায় ৩ পুলিশের বিচার শুরু


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২৩, ০৪:০৫ পিএম
মাদক দিয়ে পথচারীকে ফাঁসানোর মামলায় ৩ পুলিশের বিচার শুরু

ঢাকা: সোর্সের কাছ থেকে মাদক নিয়ে পথচারীর পকেটে দিয়ে ফাঁসানোর ঘটনায় করা মামলায় পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মাধ্যমে মামলাটির বিচার শুরু হলো।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

অপর দুই আসামি হলেন- তথ্যদাতা মো. রুবেল ও মো. সোহেল রানা।

পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ঘটনায় গত বছরের ৭ সেপ্টেম্বর এএসআই মাহবুবুলসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময় এ মামলার বাদী ছিলেন। তদন্ত শেষে গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

জানা যায়, আসামিরা একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় ওই পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়। পরবর্তীতে পুলিশের এএসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের পর গত বছরের ৮ সেপ্টেম্বর এই তিন আসামির দুদিন করে রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে ১১ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিন আসামি জামিনে আছেন।

সোনালীনিউজ/এলআই/আইএ

Wordbridge School
Link copied!