ঢাকা: অবশেষে ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের প্রধান এবং একমাত্র জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে খুরশীদ আলম খানের নাম ঘোষণা করা হয়েছে। এ কারণে অভিমান ভেঙে আজ মঙ্গলবার ড. ইউনূসের বিপক্ষে আইনি লড়াই করতে শ্রম আদালতে যাবেন এ আইনজীবী।
খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাতে আমার পল্টনের চেম্বারে এসেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এরপর আমি সিদ্ধান্ত নিই আগে যেভাবে মামলা পরিচালনা করেছি, সেভাবেই পরিচালনা করব।'
এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর সূত্র জানায়, ‘বৈঠকে কর্মকর্তারা খুরশীদ আলমকে বলেন, আপনি আমাদের প্রধান ও একমাত্র আইনজীবী। মামলাটি পরিচালনার জন্য মঙ্গলবার আপনি কোর্টে যাবেন, এটাই আমাদের অনুরোধ।’
এর আগে সোমবার সকালে এ আইনজীবী সাংবাদিকদের জানান, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নতুন করে প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন।
এমএস