• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপির নেতা আলাল ৫ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক  নভেম্বর ১, ২০২৩, ০৮:১৫ পিএম
বিএনপির নেতা আলাল ৫ দিনের রিমান্ডে

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন আলালকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আলালের জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ তাকে আদালতে হাজির করে পুলিশ।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।

এমএস

Wordbridge School
Link copied!